কুমিল্লায় ভিক্ষু অমৃতা নন্দকে হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও মৌন মিছিল পালন করেছে বৌদ্ধ ধর্মালম্বীরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বিভিন্ন বৌদ্ধ ভিক্ষু সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু পরিষদের সহসাধারণ সম্পাদক শ্রীমৎ ইন্দাচারা থেরো, ইয়াং ভিক্ষু এসোসিশেনের সভাপতি উওয়াইন্না থেরো, থানচি বৌদ্ধ ভিক্ষু কল্যাণ সমিতির সভাপতি শ্রীমৎ উ গাইন্দা মহাথের, রুমা সমাগাসুখ বৌদ্ধ কল্যাণ সমিতির সভাপতি শ্রীমৎ উ নাইনন্দাসারা থেরো, উত্তরাঞ্চল ভিক্ষু পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রীমৎ উ নাই দিয়া থেরো, বাঘমারা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সভাপতি ভদন্ত সমা মহাথের, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নারীনেত্রী ডনাই প্রু নেলী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই চ প্রু মারমা, অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমাসহ বৌদ্ধ ধর্মালম্বী নেতারা।
বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করতে একটি চক্র ২৫ আগস্ট কুমিল্লায় অমৃতা নন্দকে নৃশংসভাবে হত্যা করে। ওই চক্রটি দেশকে অস্থিতিশীল করে তুলতে এ হত্যাকাণ্ড চালিয়েছেন। বক্তারা অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।