সাম্য প্রতিষ্ঠায় কাজ করছেন শেখ হাসিনা: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদ্রোহী কবি নজরুল ছিলেন সাম্যর কবি। তাঁর সেই সাম্যের বাণী প্রতিষ্ঠায় কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

- Advertisement -

শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি আয়োজিত সাত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। অর্থনৈতিক, মানবিকসহ বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ায় এখন অনন্য অবস্থানে বাংলাদেশ। দেশের উন্নয়নের উচ্চপ্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের এক নম্বরে অবস্থান করছে।

- Advertisement -islamibank

সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তির কথা তুলে ধরে তিনি বলেন, মেধা ও মননশীল দেশ গড়তে সাংস্কৃতিকচর্চার কোনো বিকল্প নেই। একমাত্র সাংস্কৃতিকচর্চাই পারে দেশকে জঙ্গিবাদ, মৌলবাদ এবং মাদকাসক্তি থেকে যুবসমাজকে রক্ষা করতে।

বিদ্রোহী কবি নজরুলের আপোষহীন সংগ্রামী জীবনের কথা তুলে ধরে এতে বক্তারা বলেন, ভিনদেশী শাসকদের জেল-নির্যাতন সহ্য করে তিনি রচনা করেছেন একের পর এক সংগ্রামী কবিতা আর গান। বিদ্রোহী কবির সাম্যবাদী চেতনায় উদীপ্ত হয়েই অসাম্প্রদায়িক মানবিক পৃথিবী গড়ে তুলতে হবে।

এতে সঙ্গীত পরিবেশন করেন সংগীত শিল্পী ফেরদৌস আরা, ভারতের আমন্ত্রিত শিল্পী মঞ্জুষা চক্রবর্তী ও তুহিন পাল।

ঢাকা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহীত উল আলম, ঢাকা নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য।

জয়নিউজ/পার্থ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM