লোভের আশায় অথবা লাভের আশায় আমরা মানুষের ক্ষতি করতে পারবো না। সবাই যদি আমরা সচেতন হই তাহলে ভেজাল ওষুধ বানানো এবং বিক্রি কমে যাবে। ওষুধ কিন্তু মুদি পণ্য নয়। সেজন্য ওষুধ ঠিক তাপমাত্রায় রাখতে হবে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের রীমা কনভেনশন সেন্টরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে নকল ও ভেজাল আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধে জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের ওষুধের দাম চেয়ে কম। আমেরিকা-অস্ট্রেলিয়ার মতো দেশে ওষুধের দাম অনেক বেশি অনেক সময় অনেক ওষুধ পাওয়া যায় না। ট্রেনিং ছাড়া কোনো কমর্চারি সেখানে কাজ করতে পারে না। আমাদের দেশে মানুষ অনেক বেশি তাই আমাদের ফার্মাসিস্ট অনেক বাড়াতে হবে।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি সমীর কান্তি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সহ-সভাপতি সাদেকুর রহমান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন,বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহাবুবুল হক।
জয়নিউজ/হিমেল/পিডি