চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আফগানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে ছুঁড়ে দেওয়া ৩৪২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেই স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ওপেনার সাদমান ইসলামকে ফিরিয়ে দিলেন আফগান পেসার ইয়ামিন আহমদজাই।
সৌম্য-লিটন কিছুটা প্রতিরোধ গড়তে চাইলেও মোহাম্মদ নবীর ঘূর্ণিতে শেষ পর্যন্ত পরাস্ত হলেন সৌম্য সরকার। এলবিডব্লিও হয়ে ফিরে যাওয়ার আগে ৬৬ বলে সৌম্য করেছেন মাত্র ১৭ রান। সৌমের দেখানো পথেই হাঁটলেন লিটন দাসও। রশিদের বলে বোল্ড হয়ে ফেরার আগে করেছেন ৩৩ রান। ক্রিজে মুমিনুলের নতুন সঙ্গী হিসেবে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
কিন্তু বাংলাদেশের সমর্থকদের হতাশ করে রশিদের স্পিনে বোকা বনে যান সাকিব। এলবিডব্লিও হয়ে ১১ রানে থামে সাকিবের ব্যাট। মুশফিক রহিমও এসে পারলেন না রানের খাতা খুলতে তার আগেই রশিদের ফের আঘাতে ইব্রাহিম জাদরানের হাতে তালুবন্দি হন।
৩৩ ওভার শেষে চা বিরতির আগে ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে ধস নেমেছে টাইগার ব্যাটিং লাইনআপে। মুমিনুল হক ২৭ রান নিয়ে অপরাজিত আছেন।
জয়নিউজ/পিডি