বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বিবি রহিমা (৪২) নামে এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) কাপ্তাই শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিস্তির টাকা পরিশোধ নিয়ে স্বামী জয়নাল ও স্ত্রী রহিমার সঙ্গে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর স্বামী ঘর থেকে বের হলে অভিমান করে স্ত্রী বিবি রহিমা ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রহিমার স্বামী জয়নাল জানান, এনজিও সংস্থা গ্রামীণ ব্যাংক ও আশা থেকে আমরা লোন নিয়েছিলাম। কিস্তির টাকা নিয়ে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফাঁসের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।