ডেঙ্গু প্রতিরোধে কর্নেলহাটে র‌্যালি

নগরের কর্নেলহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ করেছে বেসরকারি সংস্থা (এনজিও) প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।

- Advertisement -

শনিবার (৭ সেপ্টম্বর) বিকাল ৪টায় কর্ণেলহাট বাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে একেখান মোড়ে এসে শেষ হয়।

- Advertisement -google news follower

র‌্যালি উদ্বোধন করেন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশন উদ্যোগ গ্রহণ করেছে।

এসময় ডেঙ্গু জনসচেতনতায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

- Advertisement -islamibank

র‌্যালিতে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ডা. মেজবাহ উদ্দিন তুহিন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক আনোয়ারুল ফারুক, সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, অজয় মিত্র শংকু, বিভাগীয় ব্যবস্থাপক জনুরাণী পাল, মো. মাহববুর রহমান, মোসলেম উদ্দিন, এলাকা ব্যবস্থাপক মিজানুর রহমান, আনোয়ার-উজ-জামান, রাখাল চন্দ্র সরকার, মো. ওয়াসিমুন নেওয়াজ, ছালমা আক্তারসহ প্রশিকার আকবরশাহ, সাগরিকা, পাহাড়তলী, খুলশী ও হালিশহর উন্নয়ন এলাকার সকল ব্যবস্থাপক ও কর্মীরা।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM