প্রজন্ম মিরসরাই সৃজনশীল রচনা প্রতিযোগিতা

মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাই-এর সৃজনশীল রচনা প্রতিযোগিতা পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৬ সেস্টেম্বর) মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

এতে প্রথমধাপে মিরসরাই উপজেলার প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ‍যাচাই-বাছাই করে ‍সেরা ১০০ শিক্ষার্থী নির্বাচন করা হয়। পরে নির্বাচিতদের থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়। যাদের থেকে নির্বাচন করা হবে সেরাদের সেরা শিক্ষার্থী। যাকে দেওয়া হবে গোল্ড মেডেল এবং পুরষ্কৃত করা হবে ৩০ জন সেরা শিক্ষার্থীকে।

প্রতিযোগিতায় মিরসরাই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা, প্রজন্ম মিরসরাই সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন রিফাত, সিনিয়র সহসভাপতি মো. জাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল করিম আসাদ, রাহুল দাশ, ‍জুয়েল দাশ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সুজন দাশ, ইরফান রিজবী, অর্থ সম্পাদক রহিম উদ্দিন, দপ্তর সম্পাদক তোহিদুল ইসলাম ও শিক্ষা সম্পাদক ইমাম হোসেনসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM