বৃষ্টির কারণে দেরিতে শুরু হবে খেলা

গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে টানা দুই ঘণ্টা। অবশেষে ১০টা নাগাদ বৃষ্টি বন্ধ হয়েছে। বৃষ্টির কারণে তাই বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা এখনো শুরু হতে পারেনি। বৃষ্টি থামার পর সাড়ে ১০টা নাগাদ মাঠ খেলার উপর্যুক্ত করে এর পরপরই খেলা শুরু করা যাবে।

- Advertisement -

যদিও আউটফিল্ড পুরোপুরি ভেজা। খেলার উপর্যুক্ত করতে বেশ সময়ই লেগে যাওয়ার কথা। সকাল ১০টায় বৃষ্টি থামলেও ১০টা ১০ মিনিটেও আম্পায়াররা মাঠ পরিদর্শনে যাননি। অর্থাৎ আউটফিল্ড এতটাই ভেজা। এ অবস্থায় মাঠ তৈরির কাজ শুরু করলেও এক ঘণ্টা নিশ্চিত লেগে যাওয়ার কথা। তবে ১০টা ১০ মিনিটের দিকে মাঠকর্মীরা উইকেটের কাভার সরাতে শুরু করেন।

- Advertisement -google news follower

আগের তিনদিনে বৃষ্টির কারণে খেলা কয়েক ওভার কম হওয়ার কারণে আজ পরিকল্পনা ছিল ২০ মিনিট আগে, অর্থাৎ ৯টা ৪০ থেকে খেলা শুরু হবে। কিন্তু বৃষ্টির কারণে তা শুরু করা যায়নি।

জয়নিউজ/পিডি

- Advertisement -islamibank

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM