চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

চট্টগ্রাম বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছেন চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ।

- Advertisement -

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ ধর্মঘটে নেমেছেন তারা। ৯ দফা দাবি আদায়ে গত বুধবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ডাক দেয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ।

- Advertisement -google news follower

পরিষদের আহ্বায়ক চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক পক্ষের সভাপতি ও চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সমপাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু জয়নিউজকে বলেন, হয়রানি বন্ধে ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। রোববার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য গণ ও পণ্য পরিবহন বন্ধ রেখে চট্টগ্রাম বিভাগে ঘোষিত সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে।

তিনি আরো বলেন, নানামুখী হয়রানিতে পরিবহন মালিকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত। তবে প্রশাসনের পক্ষ নিয়ে মালিকদের একটি পক্ষ রাস্তায় গাড়ি নামিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জয়নিউজ/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM