আইসিসি টেস্ট র্যাকিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। আর টেস্ট ক্রিকেটে নবাগত আফগানিস্তান নবম। ২২৪ রানের বিশাল ব্যবধানে হারার পর সাকিব আল হাসানের দলের রেটিংয়ে হেরফের হয়েছে। মাত্র তিন টেস্ট খেলেই সাকিবদের কাঁধে নিঃশ্বাস ফেলছে রাশিদ খানদের আফগানিস্তান।
চট্টগ্রাম টেস্টের আগে টেস্ট র্যাঙ্কিয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৫ ও দশম অবস্থানে থাকা আফগানিস্তানের ছিল ২৫ রেটিং পয়েন্ট। ম্যাচ হেরে বাংলাদেশের রেটিং পয়েন্ট চার কমে দাঁড়িয়েছে ৬১তে।
২২৪ রানের বিশাল জয়ে আফগানিস্তান আইসিসির টেস্ট র্যাংকিংয়ে অর্জন করেছে আরও ৩০ পয়েন্ট। আর তাতেই আফগানিস্তানের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৫ রেটিং পয়েন্ট এ।
এখন বাংলাদেশ ও আফগানিস্তানের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৬ রেটিং পয়েন্ট।
এদিকে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৮ রেটিং পয়েন্ট।