নগরের কাট্টলীতে রেলওয়ে ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। উচ্ছেদকালে তিনটি সেমিপাকা ও আটটি টিনশেড ঘর থেকে অবৈধভাবে বসবাসরত ৩০টি পরিবারকে উচ্ছেদ করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় হালিশহর থানার মহিলা টেকনিক্যাল কলেজের পাশে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ আভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের জানান, উচ্ছেদকালে তিনটি সেমিপাকা ও আটটি টিনশেড ঘর থেকে অবৈধভাবে বসবাসরত ৩০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরো জানান, অবৈধ বসবাসকারীদের অপদখলের কারণে দীর্ঘ ৮ মাস ধরে থমকে ছিল বিদ্যুৎয়ের ৩৩/১১ কেভি সাব-স্টেশন স্থাপনের কাজ। অবৈধ দখলদার মুক্ত করে পিডিবির নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই সাব-স্টেশন স্থাপনের কাজ শুরু করবে পিডিবি নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন পিডিবির উপ-প্রকল্প পরিচালক ও সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মো. শহীদুল আলম।