লম্বা রানআপের দীর্ঘকায় পেস বোলার কাঁপন ধরাচ্ছে ব্যাটসম্যানদের মনে। ক্রিকেটের নিয়মিত এই দৃশ্য দেখতে পাওয়া যায় ঝুলন গোস্বামীর বোলিং এর সময়ও। ভারতীয় এই পেস বোলার এইবার গড়লেন অনন্য এক রেকর্ড। প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হলেন তিনি।
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে দুই উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক বনে যান ঝুলন। তার ৩০০ উইকেটের মধ্যে আছে টেস্টে ৪০ উইকেট, একদিনের ক্রিকেটে ২০৫ উইকেট ও টি-টোয়েন্টিতে ৫৬ উইকেট।
এছাড়াও নারী ক্রিকেটারদের মধ্যে একমাত্র ঝুলন গোস্বামীর নামের পাশেই আছে ওয়ানডেতে ২শতাধিক উইকেট।
জয়নিউজ/পার্থপ্রতীম