বিশাল গাছের নিচে নরসুন্দরের ছবিটি দেখে মনে হতে পারে দূর গ্রামের কোনো চিত্র। না; বিস্ময়কর হলেও সত্যি এ চিত্র নগরের। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমবাগানেই ‘ভ্রাম্যমাণ সেলুন’ খুলে বসেছেন নরসুন্দর তালেব।
ক্ষৌরকর্মের জিনিসপত্র নিয়ে প্রতিদিন সকালে চলে আসেন নরসুন্দর তালেব। সন্ধ্যার আগে সেই জিনিসপত্র নিয়ে ফিরে যান ঘরে।
আধুনিক নগরে যেখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত সেলুন সেখানে তালেবের এই ‘ভ্রাম্যমাণ সেলুন’ বিস্ময়ই বটে।