লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলন: ভাঙ্গছে কৃষি জমি, হুমকির মুখে রাস্তা ও সেতু

লোহাগাড়া চরম্বা ইউনিয়নের নয়া বাজার এলাকায় জাংছড়ি খাল হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার কৃষি জমি, ভাঙনের মুখে চলাচলের রাস্তা ও চরম্বা জাংছড়ি সেতু।

- Advertisement -

বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত আবদুস শুক্কুর নামে স্থানীয় এক কৃষক গত ৮ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে। অভিযুক্তরা হলেন যথাক্রমে চরম্বা ইউনিয়ন পরিষদ সদস্য মো. সৈয়দ, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আসহাবউদ্দিন ও মো. সাইফুল ইসলাম।

- Advertisement -google news follower

স্থানীয়দের অভিযোগ, জাংছড়ি খাল হতে অবাধে বালু উত্তোলনের ফলে পার্শ্ববর্তী চলাচলের রাস্তা এবং সেতু হুমকীর মুখে।

এ ব্যাপারে চরম্বা ইউনিয়ন পরিষদ সদস্য মো. সৈয়দ জয়নিউজকে বলেন, উপজেলা প্রশাসন থেকে অনুমতিক্রমে তাঁরা জাংছড়ি খাল থেকে বালু উত্তোলন করছেন।

- Advertisement -islamibank

চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয় রাস্তা, সেতু ও সড়কের ক্ষতি হচ্ছে জানলেও কিভাবে কারা বালু উত্তোলন করছেন তা তিনি জানেন না বলে জানান জয়নিউজকে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, চরম্বা নয়াবাজারে জাংছড়ি খালের এ স্থানে অবাধে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে আটকে পড়ে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

 

জয়নিউজ/পুষ্পেন/এসএম
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM