বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিপিএলের সপ্তম আসর পুরোপুরি বিসিবির তত্ত্বাবধানে আয়োজন হবে। থাকবে না কোনো ফ্র্যাঞ্চাইজি, তবে থাকতে পারে টিম স্পন্সর। আর বিপিএলের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, এবারের বিপিএল আমরা বিসিবি নিজেরাই চালাবে। আমরা কোনো ফ্র্যাঞ্চাইজির কাছে যাবেনা। আরেকটা জিনিস আপনারা জানেন আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আমরা তাকে উৎসর্গ করব। প্লেয়ারদের থাকা, খাওয়া সব বিসিবি বহন করবে। আগের মতোই সব থাকবে তবে শুধু ম্যানেজমেন্ট বিসিবির অধীনেই হবে।
এদিকে আগ্রহী কয়েকটি দল আবার একবছরে দুই বিপিএল আয়োজনে আর্থিক সংকটের কথা বলেছেন। এ বিষয়ে পাপন বলেন, আমরাই চালিয়ে দেখি আসলে সমস্যা কোথায়? নিজেরা না চালালেতো আসলে বুঝতে পারবোনা। কেন তারা ক্ষতির কথা বলছে, কি চাচ্ছে সব বুঝা যাবে চালানোর পর। আমরা আশা করি আমাদের ক্ষেত্রে এমন হবেনা।