নগরের বাংলাদেশ সড়ক পরিবহন ( বিআরটিএ) কর্তৃপক্ষের বিভাগীয় অফিসে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বরে) সকালে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক এ অভিযান পরিচালনা করেন।
এসময় দোকান পরিচালনায় অনুমতিপত্র না থাকায় দুটি দোকান সিলগালা করে দেওয়া হয়।
আটককৃতরা হলেন, হাটহাজারী থানার খন্দকিয়া গ্রামের ইউনুচনগর এলাকার মো. সরোয়ারের ছেলে মো. ইমরান (২১), একই এলাকার মৃত মো. ইসহাকের ছেলে মো. আরমান (২২), দক্ষিণ পাহাড়তলী ফতেয়াবাদ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে জাহেদুল ইসলাম রনি (৩২), একই এলাকার মো. জানে আলমের ছেলে মো. বেলাল হোসেন (২২) এবং শিকারপুর ইউনুচনগর এলাকার মৃত বাবুল বিশ্বাসের ছেলে সাজু বিশ্বাস (২৯)।
মনজুরুল হক জয়নিউজকে বলেন , বিআরটিএতে দালালের তৎপরতা নিয়ে সেবা গ্রহীতারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল। অভিযোগের আলোকে বুধবার সকালে অভিযান চালিয়ে দালালির প্রমাণ পেয়ে পাঁচ দালালকে আটক করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।