প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিনা ও মোদী নতুন সরকার গঠনের পরে এই প্রথম শীর্ষ বৈঠক বসতে চলেছেন।
অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে হবে এই বৈঠক। আগামী ৩ অক্টোবর দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বলছে আনন্দবাজার পত্রিকা।
দিল্লি পৌঁছে ৪ অক্টোবর ‘ইন্ডিয়ান ইকনমিক সামিট’-এ যোগ দিবেন হাসিনা। ৫ অক্টোবর বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বৈঠক সেরে ৬ কিংবা ৭ অক্টোবর দেশে ফিরবেন মুজিবকন্যা।
ভারত বরাবরই বাংলাদেশের বন্ধু দেশ হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে আসামে এনআরসি নিয়ে উৎকণ্ঠা থাকায় বৈঠকটি দু’দেশের জন্যই গুরুত্বপূর্ণ।
মোদী-হাসিনা আসন্ন বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উঠবে বলে ধারনা করছেন রাজনীতি বিশ্লেষকরা। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, জলচুক্তি, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে তাদের ধারনা।
জয়নিউজ