বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে নগরে বাজারগুলোতে সবজি না আসায় বেড়েছে সকল সবজির দাম। নগরের বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রিয়াজউদ্দিন বাজার, বেটারীগলি কাজীর দেউরি, চকবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
প্রতিকেজি পটল ৪০ টাকায়, ঝিঙা ৪০ টাকায়, করলা ৪৫ টাকায়, কাঁকরোল ৬০ টাকায়, বেগুন ৫৫ টাকায়, ঢেঁড়স ৪০ টাকায়, শসা ৪০ টাকায়, পেঁপে ৩০ টাকায়, লাউ ৩৫ টাকায়, কুমড়া ৪০ টাকায়, টমেটো ১২০ টাকা, গাজর ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি আঁটি লাল শাক ১৫ টাকায়, মুলা ২০ টাকা, পুঁইশাক ২০ টাকা, কলমি শাক ১৫ টাকায় বিক্রি করতে দেখা যায়।
এককেজি মাপের ইলিশ ৯০০ থেকে ১ হাজার টাকায়, রুপচাঁদা ৮৬০ টাকায়, রুই মাছ ৩০০ টাকায়, চিংড়ি ৪২০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকায় দরে বিক্রি হচ্ছে।
এদিকে বেড়েছে মুরগির দামও কিছুটা। প্রতি কেজি ব্রয়লার মুরগির ১৪০ টাকা, কক মুরগি ২৫০ টাকা, লেয়ার মুরগি ২২০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ৫২০ টাকা ও খাসির মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
জয়নিউজ/পিডি