সিমেন্ট ক্রসিংয়ে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক সভা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগ।

- Advertisement -

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পতেঙ্গার সিমেন্ট ক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে মালিক-চালকদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বন্দর ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার অলক বিশ্বাস।

- Advertisement -google news follower

তিনি বলেন, ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বাস-ট্রাক টার্মিনালে মালিক শ্রমিকদের নিয়েও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে থাকি। ভবিষ্যতেও এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিমান বন্দরের টিআই আব্দুল্লাহ খান বাদলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বন্দর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোশাররফ হোসাইন। আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, নুর আলম, শাহাবুদ্দিন প্রমুখ।

- Advertisement -islamibank

 

জয়নিউজ/এসএম
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM