লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের এমসিকিউ লাগবে না

২০১৭ সালের আইনজীবী তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের এবার আর এম সি কিউ পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

- Advertisement -

রোববার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের গত ১২ সেপ্টেম্বরের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে যে সকল পরীক্ষার্থী ২০১৭ সালে এনরোলমেন্ট এম সি কিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাদের আসন্ন এনরোলমেন্ট এম সি কিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তারা শুধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

২০১৭ সালের ২১ জুলাই এম সি কিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় ৩৪ হাজার ২০০ জন অংশ নিয়েছিলেন। পরদিন ২২ জুলাই দেওয়া ফলাফলে এমসিকিউ পরীক্ষায় মোট ১১ হাজার ৮৪৬ জন উত্তীর্ণ হন।  ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০১৮ সালের ৪ জুন দেওয়া ফলাফলে লিখিত পরীক্ষায় আট সহস্রাধিক পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

- Advertisement -islamibank

একই বছরের ২৩ ডিসেম্বর মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

জয়নিউজ/এসএম
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM