পরিবেশ দূষণের দায়ে শীতলপুর স্টিল ও ইনফিনিয়াকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের শুনানিতে দুটি কারখানাকে ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণের অভিযোগে সীতাকুণ্ডের শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড এবং ইনফিনিয়া নিটিং অ্যান্ড ডাইং মিল লিমিটেডকে এ জরিমানা করা হয়।

- Advertisement -

সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির দুটির প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এ আদেশ দেন।

- Advertisement -google news follower

মোয়াজ্জেম হোসাইন জয়নিউজকে বলেন, গত সপ্তাহে কারখানা দুটি পরিদর্শনে গেলে তাদের আশপাশে বায়ু দূষণের প্রমাণ পাই। সেখানে পরিবেশ ছাড়পত্র ও তরল বর্জ্য শোধনাগার ছিল না। তাই কারখানা দুটিকে আমরা শুনানিতে হাজির হতে নোটিশ দিয়েছিলাম। শুনানি শেষে তাদের জরিমানা দিতে বলা হয়েছে।

জরিমানার টাকা না দিলে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জয়নিউজ/পার্থ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM