নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৯টি স্মার্টফোন এবং ২৪০ কার্টন বিদেশি সিগারেটসহ তিন জনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এসব পণ্য জব্দ করে কাস্টমস কর্মকর্তারা।
শাহ আমানত বিমানবন্দরের কাস্টমস সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম জয়নিউজকে জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী মহিউদ্দিনের লাগেজ তল্লাশি করে ৮০ কার্টন বিভিন্ন ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। মহিউদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলায়।
এরপর শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার যাত্রী মিজানুর রহমানের লাগেজ ও পকেটে ৭৯টি মোবাইল সেট পাওয়া যায়। তার বাড়ি লোহাগাড়া উপজেলায়।
তিনি আরো জানান, এ ছাড়া একই ফ্লাইটের আরেকজন যাত্রীর কাছে ১৩টি মোবাইল সেট ও ৭লিটার মদ জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বাজার মূল্য ৩০ লাখ টাকা
জয়নিউজ/হিমেল/পিডি