মাটিরাঙায় অস্ত্রসহ নিয়ং মারমা (৩০) নামে এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। আটক নিয়ং মারমা ইউপিডিএফের গুইমারা উপজেলার কালেক্টর। সে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সঙ্গে জড়িত।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে গুইমারার বাইল্যাছড়ি এলাকার একটি বাড়ি থেকে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ নিয়ং মারমাকে আটক করে যৌথবাহিনী। মাটিরাঙা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মো. শাকিলের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।
আটক নিয়ং মারমাকে এদিন বিকাল সাড়ে ৪টায় দিকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ সাহা জয়নিউজকে বলেন, আটক নিয়ং মারমার বিরুদ্ধে অস্ত্র আইনে গুইমারা থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।