শিশিরে শিশিরে শারদ আকাশে, ভোরের আগমনী। মূলত শরৎএলেই দেবী দুর্গার কৈলাস ছেড়ে মর্ত্যলোকে আসার ক্ষণ গনণা শুরু হয়ে যায়। পূজামণ্ডপগুলো প্রস্তুত হতে থাকে রঙিন সাজসজ্জায়।
আরাধ্য দেবীকে নানা বেশভূষায় রাজ রাজেশ্বরী রূপে সাজিয়ে তুলতে ভক্তদের যেন চেষ্টার কমতি থাকে না। তাই প্রতিবছর নগরের প্রতিমা তৈরির শিল্পালয়গুলোতে চলে বিশাল কর্মযজ্ঞ। দেবীর আগমনে আর খুব বেশিদিন বাকি নেই। এখন প্রতিমায় দেওয়া হচ্ছে শিল্পীর শেষ তুলির আঁচড়।
নগরের সদরঘাট এলাকা থেকে ছবি তুলেছেন বাচ্চু বড়ুয়া।