লক্ষ্মীপুরে গৃহকর্তা খুনের ঘটনায় ২ ডাকাতের স্বীকারোক্তি

লক্ষ্মীপুর পৌর শহরে ডাকাতের হামলায় আতিক উল্লাহ নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় শান্ত ও হৃদয় নামে হত্যাকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

- Advertisement -

ডাকাতি ও খুনের ঘটনার আটদিন পর অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণখান থানা থেকে ডাকাত মো. শান্তকে (২৪) গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো. হৃদয় হোসেনকে (১৮) পশ্চিম টুমচরের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ ডাকাতি হওয়া মালামাল। পরে তাদের আদালতে হাজির করা হলে হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিহত আতিক উল্লাহ পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ডাকাতের হামলায় আতিক উল্লাহ নামে শতবর্ষী এক গৃহকর্তা নিহত হওয়ার রহস্য উদঘাটন হয়েছে। হত্যাকারী চক্রের ডাকাত শান্ত ও হৃদয়কে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। হত্যাকারীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি হত্যাকারীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

জয়নিউজ/আতোয়ার/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM