বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ‘নতুন কুঁড়ি’ ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশ টেলিভিশন-বেতার শিল্পী সংস্থার’ নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন ‘নতুন কুঁড়ি’ নামে অত্যন্ত ভালো একটা অনুষ্ঠান হতো বিটিভিতে। আজকে দেশের অনেক প্রতিষ্ঠিত শিল্পী এবং রাজনীতিবিদ যাদের আবির্ভাব নতুন কুঁড়ির মাধ্যমে। কিন্তু সেটিও বন্ধ। আমরা সেটি আবার চালুর উদ্যোগ নিয়েছি।’
তিনি বলেন, ‘শুধু বেতার টেলিভিশন নয়, আমরা পুরো সাংস্কৃতিক অঙ্গন আরও শক্তিশালী করতে চাই। কারণ মানুষ যাতে মাদকাশক্তির বাইরে থাকে। যাতে জঙ্গিবাদে কেউ উদ্বুদ্ধ না হয়, সেজন্য সংস্কৃতিচর্চার বিকল্প কিছু নেই।’
প্রসঙ্গত, ২০০৬ সালে শিশুশিল্পী অন্বেষণের অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ বন্ধ হয়ে যায়।