চকবাজার থেকে আটক যুবলীগ ক্যাডার নুর মোস্তফা টিনুকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টিনুকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল জানান, অস্ত্রসহ আটক নুর মোস্তফা টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া জয়নিউজকে বলেন, র্যাব-৭ বাদী হয়ে অস্ত্র আইনে টিনুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এরপর টিনুকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। ইতোমধ্যে আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।
উল্লেখ, রোববার রাত ১১টার দিকে টিনুকে নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকা থেকে আটক করা হয়। আটকের পর তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি শটগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।