চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে এবার অনলাইনে যাত্রা শুরু করল ‘দ্যা চিটাগং ইউনিভার্সিটি জার্নাল অব সায়েন্স’। এখন সহজেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বিজ্ঞান অনুষদের নানা গবেষণা ও উদ্ভাবনের তথ্য।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় চবি আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাশরুমে এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই অনলাইন সংস্করণ উদ্বোধনের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণায় যুক্ত হয়েছে এক অনন্য মাত্রা। অনলাইন সংযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব গবেষণা প্রকাশনা বিশ্বের স্বনামধন্য গবেষকসহ সবার কাছে পৌঁছে যাবে; বিশ্ববাসী এখানকার গবেষণা সম্পর্কে জানতে পারবে। এর ফলে একদিকে যেমন গবেষণা সমৃদ্ধ হবে অন্যদিকে নতুন নতুন বিষয়ের উপর গবেষণার পথ খুলে যাবে।
চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ড. সুমন গাঙ্গুলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম, দ্যা চিটাগং ইউনিভার্সিটি জার্নাল অব সায়েন্স -এর চিফ এডিটর রসায়ন বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ এবং চবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী। অনুষ্ঠানে চবি বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।