পাকিস্তানে ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন শতাধিক মানুষ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উত্তর ও পূর্বাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে পড়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
পাকিস্তান শাসিত কাশ্মীরের মনিপুর শহরের কাছে এ ভূমিকম্পের উৎস বলে জানিয়েছে বিবিসি।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে প্রধান একটি সড়কে বড় ধরনের ফাটল দেখা গেছে। কয়েকটি বাড়িও আংশিক ভেঙে পড়েছে।
এর আগে ২০০৫ সালে এ এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল।