কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তারা ইয়াবা পাচারকারী বলে জানিয়েছে বিজিবি। ঘটনাস্থল থেকে বিজিবি ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও ধারালো কিরিস উদ্ধার করেছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার হ্নীলা ইউপির নাফনদীর জালিয়াপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ বিজিবি সদস্য আহত হন।
নিহতরা হলেন- মিয়ানমারের মংডু জেলার নাককুড়া থানার বুড়া সিকদারপাড়া এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে দিল মোহাম্মাদ (১৮) ও দিল আহমদের ছেলে দুস্ত মোহাম্মদ (১৮)।
সকাল ৯টার দিকে টেকনাফে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাফনদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান আসছে এমন সংবাদে অভিযানে যায় বিজিবি। সে সময় পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুই জনের মৃতদেহ, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।