বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় সপ্তাহের ব্যবধানে নিম্নমুখী রয়েছে মাছ ও বিভিন্ন সবজির দাম। তবে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নগরের কাজির দেউরি, চকবাজার, রিয়াউদ্দিন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
বাজারে বেগুন ৬০ টাকায়, গাজর ৬০ টাকা, পটল ৪০ টাকায়, ঢেঁড়স ৪৫ টাকায়, ঝিঙা ৪০ টাকায়, কাকরোল ৫০ টাকায়, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, শসা ৪০ টাকা, পেঁপে ৩৫ টাকায়, বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি আঁটি লালশাক ১০ টাকায়, পালংশাক ১৫ টাকা, লাউশাক ২৫ টাকায়, পুঁইশাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া মাছের দাম কিছুটা কমেছে। বাজারে প্রতি কেজি রুই ২০০ টাকায়, তেলাপিয়া ১৫০ টাকায়, চিংড়ি ৮০০ টাকায়, রুপচাঁদা ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের মধ্যে প্রতি কেজি বয়লার মুরগি ১৪০ টাকায়, লেয়ার ২২০ টাকায় এবং প্রতি কেজি গরুর মাংস ৫২০ টাকায়, খাসির ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
জয়নিউজ/পিডি