দেশের সার্বিক বৃষ্টিপাত ২৯ সেপ্টেম্বর থেকে আবার বৃদ্ধি পেতে যাচ্ছে। অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী মাসে ঘূর্ণিঝড় শক্তিশালী হলে তার নাম হতে পারে ‘কিয়ার’।
এ ঘূর্ণিঝড়ের মাধ্যমেই শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত পুবালি বায়ু সক্রিয় থাকায় শারদীয় দুর্গাপূজা শুরুর প্রথম ৪ দিন দেশের অনেক এলাকায় আবহাওয়া বৃষ্টিভেজা থাকতে পারে, উপকূল থেকে মধ্য অঞ্চলের অনেক এলাকায় বেশ কয়েকদফা মাঝারি/ভারী বৃষ্টি হতে পারে, তবে একই সময় উত্তর অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে
পারে।
জয়নিউজ/বিআর