ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় ২৪ ঘণ্টায় মধ্যে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এতে করে নগরের সবকটি খুচরা বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।
সূত্র জানায়, খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ২৪ ঘণ্টায় ব্যবধানে ১৫-২০ টাকা বেড়ে গেছে।
এদিকে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। রান্নার অপরিহার্য অংশ পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন তারা।
জামালখান এলাকার গৃহিনী জান্নাতুল ফেরদৌস বলেন, পেঁয়াজের দাম এখন প্রায় নাগালের বাইরে চলে গেছে। রান্নার জন্য অপরিহার্য হওয়ায় বেশি দামেই পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছি। সকালে ১২০ টাকা দরে পেঁয়াজ কিনেছি।
ট্যারিফ কমিশনের হিসাব মতে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৪ লাখ মেট্রিক টন হলেও দেশে উৎপাদন হয় ১২-১৩ লাখ মেট্রিক টন। বাকি ১০-১১ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়, যার অধিকাংশই আসে ভারত থেকে।
ভারত হলো বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ। এবছর বন্যায় ভারতের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় পেঁয়াজ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। ভারতের অভ্যন্তরীণ বাজারেই পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে।
তাই দাম নিয়ন্ত্রণ করতে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। ফলে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
জয়নিউজ/পিডি