সব সম্প্রদায়ের সম্মিলিত প্রয়াসে দেশ এগিয়ে যাবে: চসিক মেয়র

সব সম্প্রদায়ের সম্মিলিত প্রয়াসে দেশ সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চসিক পুরাতন নগর ভবন কেবি আবদুচ ছাত্তার মিলনায়তনে দুর্গোৎসবের অনুদান বিতরণকালে এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

মেয়র বলেন, কালের বিবর্তনে বাঙালির এ উৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুর শক্তি পরাজিত হবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠিত ও শুভশক্তির বিজয় হবে।

মেয়র আশা করে বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বাঙালির এ মহান উৎসবে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের পাশাপাশি সব সম্প্রদায় সহযোগিতা অব্যাহত রাখবে।

- Advertisement -islamibank

চসিক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু সাহেদ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক প্রকাশ দাশ অসিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আবদুল কাদের, নাজমুল হক ডিউক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নীলু নাগ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, সুমন দেবনাথ, যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জল, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, সুকান্ত মহাজন টুটুল, দোলন দেব ও দীপ্ত সিংহ।

সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM