দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে আসছেন। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।
কাপ্তাই উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন এবং হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার (১ অক্টোবর) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এখন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাই কেউ দুর্নীতি করে পার পাবেন না ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সদস্য শান্ত্বনা চাকমা, রাঙামাটি জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী।