যাত্রীসহ ভেঙে পড়ল ব্রিজ (ভিডিওসহ)

সিনেমায় যেভাবে বড় বড় ব্রিজ ভেঙে পড়ার দৃশ্য দেখা যায় বাস্তবেও ঘটেছে এমনই এক ঘটনা। মঙ্গলবার (১ অক্টোবর) তাইওয়ানে ঘটনাটি ঘটেছে।

- Advertisement -

আস্ত একটি ব্রিজ হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়লে বেশ কয়েকজন আহত হন। নিখোঁজ রয়েছেন কয়েকজন। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

- Advertisement -google news follower

১৯৯৮ সালে তৈরি হয় তাইওয়ানের নানফাংগাও মৎস্য বন্দরের ব্রিজটি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ ব্রিজ দিয়ে একটি তেলের ট্যাঙ্কার পার হচ্ছিল। কয়েক মিটার গেলেই ট্যাঙ্কারটি পার হয়ে যেত। কিন্তু এর আগেই ব্রিজটি ভেঙে পড়ে। তেলের ট্যাঙ্কার ও ৪৬০ ফুটের গোটা ব্রিজটি নদীতে পড়ে যায়।

- Advertisement -islamibank

ব্রিজের নিচেই দাঁড়িয়ে ছিল মাছ ধরার কয়েকটি ছোট ছোট নৌকা। সেগুলির উপরেই ভেঙে পড়ে ব্রিজটি। দুর্ঘটনায় ১৪ জন আহত হন। বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM