পটিয়ায় শতবর্ষী পুকুর সংস্কারের নির্দেশ

পটিয়ায় শতবর্ষী একটি পরিত্যক্ত পুকুর সংস্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান। বুধবার (২ অক্টোবর) এ নির্দেশ দেওয়া হয়।

- Advertisement -

জানা যায়, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শতবছরের পুরনো একটি পুকুর দুই পক্ষের বিরোধের কারণে এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। যার কারণে পুকুরটি কচুরিপানা ও নানাভাবে দখল আর দূষণের কবলে পড়ে।

- Advertisement -google news follower

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, শতবর্ষী এ পুকুরটি দুই পক্ষের বিরোধের কারণে এলাকার লোকজন পানি ব্যবহার করতে পারতো না। এ নিয়ে  লিখিত অভিযোগ পাওয়ার পর আজ সরেজমিনে গিয়ে পরিত্যক্ত পুকুরটি সংস্কারের জন্য এক অংশীদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM