পটিয়ায় শতবর্ষী একটি পরিত্যক্ত পুকুর সংস্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান। বুধবার (২ অক্টোবর) এ নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শতবছরের পুরনো একটি পুকুর দুই পক্ষের বিরোধের কারণে এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। যার কারণে পুকুরটি কচুরিপানা ও নানাভাবে দখল আর দূষণের কবলে পড়ে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, শতবর্ষী এ পুকুরটি দুই পক্ষের বিরোধের কারণে এলাকার লোকজন পানি ব্যবহার করতে পারতো না। এ নিয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর আজ সরেজমিনে গিয়ে পরিত্যক্ত পুকুরটি সংস্কারের জন্য এক অংশীদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।