নগরের সিআরবি এলাকায় রেলওয়ের জায়গা দলখ করে গড়ে ওঠা বস্তিতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে প্রায় দুই শতাধিক অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে এ অভিযান চালায় রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মোস্তফা এ অভিযানের নেতৃত্ব দেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী জয়নিউজকে বলেন, সিআরবির রেলওয়ের জায়গায় এই সব অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে প্রায় ৩০ একর জমি উদ্ধার করা হবে । আগামী ৯ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে।
জয়নিউজ/পার্থ/পিডি