চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যম মহাদেবপুর সার্বজনীন পূজা উদযাপন (ভোলানন্দ গিরি সেবাশ্রমে) পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম অনুষ্ঠিত হবে কুমারী পূজা।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা জানান সংগঠনের সভাপতি তাপস চক্রবর্তী।
তিনি জানান, ভোলানন্দ গিরি সেবাশ্রমে পূজার ৫৫ বছরে পদার্পণ উপলক্ষে সীতাকুণ্ডের প্রথম কুমারী পূজার আয়োজন করেছেন তারা।
শুক্রবার সকালে র্যালির মধ্যদিয়ে উৎসব শুরু হয়েছে। এছাড়া পূজার প্রতিদিন ধর্মীয় আলোচনা সভা, গীতা পাঠ-চিত্রাংকন প্রতিযোগিতা, স্মারক এবং শারদ সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ডালিম চক্রবর্তী, অধ্যক্ষ উমেশ আনন্দ গিরি মহারাজ, সিনিয়র সহসভাপতি শ্যামল রায়, সাবেক সহসভাপতি মৃদুল বনিক, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দুলাল দে ও পৌরসভা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অলক ভট্টাচার্য্য প্রমুখ।