রাউজানের আমির হাটে পুকুর ভরাট করে বহুতল বাণ্যিজিক ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ।
জানা যায়, রাউজানের আমির হাটের পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে শত বৎসরের পুরাতন একটি পুকুর ভরাট করে আবুল কাসেম ও তার সহোদরেরা আল শরীফাইন ফিউচার পার্ক নামে বহুতল বাণ্যিজিক ভবন নির্মাণ কাজ করছেন।
বুধবার (২ অক্টোবর) ‘পুকুর ভরাট করে ভবন নির্মাণ’ শীর্ষক সচিত্র সংবাদ নগরের একটি দৈনিকে প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের সূত্র ধরে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে ইউএনও পুকুর ভরাট করে ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন। এসময় ভবন নির্মাণকারীরা তাদের অফিসের দরজা তালা লাগিয়ে পালিয়ে যায়।
জোনায়েদ কবির সোহাগ হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে নির্মাণকাজ বন্ধ করার জন্য নির্দেশ দেন।
ইউএনও জোনায়েদ কবির বলেন, পুকুর ভরাট করে বহুতল বাণ্যিজিক ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।