মেয়রের সঙ্গে জেএমএসডিএফ প্রতিনিধি দলের সাক্ষাৎ

নগরপিতা আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। এ দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাপান দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স হিরোযুকি ইয়ামা।

- Advertisement -

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে চসিক কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন তাঁরা। সাক্ষাতকালে সিটি মেয়র করপোরেশনের নানামুখি সেবাকার্যক্রমের তথ্য প্রতিনিধিদলকে অবহিত করেন।

- Advertisement -google news follower

এসময় মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেন, জাপান বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশের অবকাঠামোগতসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান সরকারের সহযোগিতা বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আশা করি, আগামীতেও বাংলাদেশের উন্নয়নে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রতিনিধিদলের নেতারা নগরে শিক্ষা, স্বাস্থ্য, পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা শুনে সিটি মেয়রের উদ্যোগের প্রশংসা করেন।

- Advertisement -islamibank

সাক্ষাতকালে চসিক প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

এছাড়াও এসময় ডেপুটি হেড অব পলিটিকেল সেকশন রেইকো হারা, ডিফেন্স এ্যাটাক ক্যাপ্টেইন তাইকো এডা, অনারারি কনসুলেট জেনারেল অব জাপান নুরুল ইসলাম ও পলিটিক্যাল স্পেশালিস্ট আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM