বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম খালেদ সাইফুল্লাহ। সে পরিসংখ্যান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে নানা প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করে সে। পরে দুপুর ১২টা দশ মিনিটে ভারপ্রাপ্ত প্রক্টরের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে।
এসময় ‘শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করুন’, ‘আমি রাষ্ট্রদ্রোহী নই’, ‘আমিই বাংলাদেশ’, ‘আমাকে মারুন, বাংলাদেশই মরবে’, ‘আবরার তো নেই, আমিও নাহয় গুম হব’, ‘আবরার হত্যার বিচার চাই’ ও ‘আমি আমার বাকস্বাধীনতা চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
এ বিষয়ে খালেদ সাইফুল্লাহ জয়নিউজকে বলেন, একজন ছাত্র হিসেবে আমি মনে করছি আমার প্রতিবাদ করা উচিত। কারণ হত্যার যে ঘটনা ঘটেছে সেটা ঠিক হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম সাংবাদিকদের বলেন, আবরার হত্যার বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। আমাদের আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান স্থগিত করেছে সে।