কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গাস্থ মাতামুহুরী নদীর তীরে মঙ্গলবার (৮ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে ঢল নেমেছে হাজারো মানুষের। শিশু থেকে শুরু করে সববয়সের নারী-পুরুষের এই স্রোত নদী তীরে এসে একাকার হয়ে গেছে।
শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিমসহ অন্যান্য সম্প্রদায়ের নারী-পুরুষেরাও ভিড় করেছে মাতামুহুরীর তীরে। দর্শনার্থীরা বলছেন, এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির বিশাল এক মিলনমেলা।
এদিকে, ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিকেলে মাতামুহুরী প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহ্বায়ক প্রণব দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব সুনীল নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয়া দশমীর আলোচনা সভার উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম, থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম সফিকুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ও জেসমিন হক জেসি।
আরো উপস্থিত ছিলেন আমিনুর রশীদ দুলাল, গিয়াস উদ্দিন চৌধুরী, জাহেদুল ইসলাম লিটু, বশিরুল আইয়ুব, আতিক উদ্দিন চৌধুরী, মহসিন বাবুল, রেজাউল করিম, মুজিবুল হক, শওকত ওসমান, রতন বরণ দাশ, ডা. তেজেন্দ্র লাল দে, হারাধন দাশ, ধনরঞ্জন দাশ, মিলন দাশ, সমীর দাশ, ল²ণ দাশ, নিখিল বসাক, সুধাংশু সুশীল, আশীষ বসাক, ছোটন কান্তি নাথ, শহীদুল ইসলাম শহীদ, কাউছার উদ্দিন কছির, হাসানগীর হোছাইন, আজিজুল ইসলাম সোহেল, আকিত হোসেন সজিব, কুমার দত্ত, শ্রীদুল রঞ্জন দাশ, লিটন সুশীল, নন্দরাম দাশ, সুমন পাল, লিটন বসাক, মিন্টু আচার্য্য, মুকুল কান্তি দাশ, নারায়ণ দাশ, সৌরভ দাশ সুনীপ ও উজ্জ্বল দে শিমুল।