আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে পুনেতে শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ম্যাচের আগমুহূর্তে আলোচনায় পুনের পিচ। কারণ এখানে অনুষ্ঠিত একমাত্র টেস্ট যে শেষ হয়ে গিয়েছিল তিন দিনে!
২০১৭ সালের ফেব্রুয়ারিতে হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। আবার ওই পিচকে ‘পুওর’ আখ্যা দিয়েছিল আন্তর্জাতকি ক্রিকেট কাউন্সিল।
সেই টেস্টে ভারত প্রথম ইনিংসে ১০৫ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০৭ রান করেছিল। অস্ট্রেলিয়ার স্পিনার ও’কিফি
নিয়েছিলেন ১২ উইকেট। দুই দলের স্পিনাররা মোট ৩১ উইকেট নিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্টে আলোচনায় পুনের পিচ।
স্থানীয় গণমাধ্যমের খবর, মঙ্গলবার থেকেই ঘাস ছাঁটতে শুরু করে দিয়েছেন গ্রাউন্ডসম্যানরা। অবশ্য টস করার সময় কতটা ঘাস থাকবে তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই দুই দলের।
জয়নিউজ