বাঁশখালী পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। ওই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকা।
বাজেটে উন্নয়নখাতে ধরা হয়েছে ১০০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা। উন্নয়ন হিসেবে বিশেষ প্রকল্প খাতে অনুদান ৯৮ কোটি টাকা।
বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ২০১৯-২০ অর্থবছরে ১০৫ কোটি ২১ লাখ ৮৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী।
পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন ও বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নীলকণ্ঠ দাশ।
পৌরসভার সহকারী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার সচিব মো. নুরুল আবছার, জাফর আহমদ, ব্যবসায়ী জামাল উদ্দিন, মহিলা কাউন্সিলর রুজিয়া সুলতানা রুজি, কাউন্সিলর নার্গিস আক্তার, কাউন্সিলর আব্দুর রহমান, কাউন্সিলর তপন বড়ুয়া, কাউন্সিলর আজগর হোসেন, কাউন্সিলর জমশেদ আলম ও মৌলভী আক্তার হোসেন প্রমুখ।