নগরের বহদ্দারহাট এলাকায় মেয়াদোত্তীর্ণ যাত্রী ছাউনিসহ ৪টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বুধবার (৯ অক্টোবর) সকালে চসিকের ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার জয়নিউজকে জানান, চান্দগাঁও থানার বহদ্দারহাট পুলিশ বক্সের পশ্চিম পার্শ্বে ফুটপাতের উপর থেকে মেয়াদোত্তীর্ণ যাত্রী ছাউনিসহ ৪টি অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযানকালে চসিকের সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।