সবজিবাজারে আগুনের আঁচ

বাজারে সব ধরনের সবজির সরবরাহ থাকলেও কমছে না সবজির দাম। ক্রেতাদের অভিযোগ নানা অজুহাতে সবজির দাম বাড়ানো হয়েছে। তবে বিক্রেতারা বলছেন,  বৃষ্টির কারণে পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

- Advertisement -

শুক্রবার (১১ অক্টোবর) নগরের রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউরি, চকবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

- Advertisement -google news follower

রিয়াজউদ্দিন বাজারে প্রতি কেজি ঝিঙা ৪০ টাকা, গাজর ৭০, টমেটো ১২০ টাকা, টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, করলা ৫০ টাকা, পটল ৫০ টাকা, শসা ৬০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে প্রতি আটি  পুঁইশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা, পালং শাক ২০ টাকা, লালশাক ১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

- Advertisement -islamibank

বাজারে মাছের মধ্যে প্রতি কেজি তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকা, কৈ ২০০ থেকে ২২০ টাকা, রুই মাছ ২৫০ টাকা,  চিংড়ি ৪৫০ থেকে ৬৫০ টাকা, রূপচাঁদা ১২শ টাকায় বিক্রি  হচ্ছে।

এদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা, লেয়ার ২৫০ টাকা বিক্রি হচ্ছে। প্রতিকেজি গরু ৫৫০ টাকা ও খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে ।

জয়নিউজ/পিডি

 

 

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM