ইভটিজিংয়ের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই কলেজ শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে ৪ যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় তাদের এ দন্ডাদেশ প্রদান করেন।

- Advertisement -google news follower

এরা হলো, মাটিরাঙ্গার চরপাড়ার আব্দুর রিমের ছেলে সুজন (১৯), মুসলিমপাড়ার মো. এমদাদুলের ছেলে ইস্রাফিল (২০), মনির হোসেনের ছেলে মেহেদী হাসান (১৯) ও দক্ষিন মুসলিমপাড়ার আব্দুল জব্বারের ছেলে মো. জাহিদুল ইসলাম(২০)।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান, দুই শিক্ষার্থী ডিগ্রী পরীক্ষা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায়  বাড়ি ফেরার পথে চার ইভটিজার তাদেরকে উত্যক্ত করে। এসময় পুলিশ ও স্থানীয়রা তাদেরকে আটকের পর তিনি ঘটনাস্থলে যান। ঘটনার সত্যতা পাওয়ায় তাদেরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

- Advertisement -islamibank
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/জাফর/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM