দেশের শীর্ষ স্থানীয় ও জনপ্রিয় প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন মাধ্যম চ্যানেল আই দীর্ঘ ২০ বছর পেরিয়ে ১ অক্টোবর ২১ বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষে চ্যানেল আই চট্টগ্রাম অফিস প্রতি বছরের মতো সামাজিক এবং জাতীয় স্বার্থে এবারো মাসব্যাপী জনসচেতনতামূলক ব্যাপক কর্মসূচি পালন করছে।
কর্মসূচির প্রথম দিনে শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের অর্থনীতির হৃৎপিণ্ড কর্ণফুলী নদীর দখল ও দূষণমুক্তসহ অবিলম্বে কর্ণফুলী নদীর পরিকল্পিত ক্যাপিটাল ড্রেজিং করে পূর্বের অবস্থায় ফিরে আনার বিষয়ে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন।
নগরের ফিরিঙ্গি বাজারের অভয়মিত্র ঘাট সংলগ্ন এ গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংসদ এমএ লতিফ, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম ফজলুল্লাহ, চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি ও চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর তরফদার মো. রুহুল আমিন, বিজিএমইএর প্রথম সহসভাপতি এমএ সালাম, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, বিশিষ্ট হালদা নদী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, কর্ণফুলী নদী বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ইন্টার ন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ও নিরাপদ সড়ক চাই এর সভাপতি এসএম আবু তৈয়ব, বিজিএমইএ এর সাবেক প্রথম সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক মঈন উদ্দিন আহমেদ মিন্টু, জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী আলমাস সিমুল, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী ও নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য চ্যানেল আই এর চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।