চবির হল পরিদর্শন করলেন উপাচার্য

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হল পরিদর্শন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্রীহল দিয়েই এ কার্যক্রম শুরু করেছেন তিনি।

- Advertisement -

শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়|

- Advertisement -google news follower

এসময় রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা আমাদের ছাত্রছাত্রীদের সুযোগ- সুবিধা, অসুবিধা, তারা কেমন আছে এগুলো দেখতে এসেছি। এটি কোনো অভিযান নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কোনো টর্চার সেল নাই। বুয়েটের ঘটনার পরে আমরা বসেছিলাম। আমাদের কাছে এরকম কোনো অভিযোগও আসেনি৷ ভবিষ্যতে যেন তারা নিরাপদে থাকে সেজন্য আমরা তাদের দেখতে এসেছি।

- Advertisement -islamibank

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/নবাব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM